ঢাকা, ০৮ অক্টোবর বুধবার, ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২
good-food
১৮৮

এলপিজি সিলিন্ডারের দাম আবার বাড়লো 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৯ ৪ ডিসেম্বর ২০২২  

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ফের বাড়ানো হয়েছে। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপি গ্যাস মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৯৭ টাকা। যা আগে ছিল ১ হাজার ২৫১ টাকা। সে হিসাবে প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছে ৪৬ টাকা। 

 

রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। এদিন বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল।

 

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।